
বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্র ও শনিবার এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা দেওয়া হয় বলে অন্তত দুটি বিদেশি মিশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিফোনে জানানো হয় রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করছেন, শেষ পর্যন্ত হয়তো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নির্বাচনী প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না।”
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা বাস্তবায়নের ফলে বর্তমানে বিদেশি মিশনের চ্যান্সারি কমপ্লেক্স, প্রধানদের বাসভবন ও মিটিং রুমে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি নেই।