
ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির হোয়াইট হাউজ বৈঠকের আগে ওয়াশিংটনে একে একে পৌঁছাতে শুরু করেছেন ইউরোপীয় নেতারা।
সোমবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইতোমধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ওয়াশিংটনে পৌঁছেছেন। এছাড়া ইতালি, জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ডের শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে অনুষ্ঠেয় এ বৈঠকের আগে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছেন, “আমরা এর আগে কখনও এতজন ইউরোপিয়ান নেতাকে একসঙ্গে পাইনি। আমেরিকার জন্য এটি বিশাল সম্মানের বিষয়। দেখা যাক ফলাফল কী দাঁড়ায়।”
যুক্তরাষ্ট্র সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে একটি ‘প্রস্তুতিমূলক বৈঠক’ করছেন বলে জানা গেছে।
এই সময় ওয়াশিংটনে যখন বৈঠকের প্রস্তুতি চলছিল, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। তিনি ইতোমধ্যে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তানের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এদিকে ইউক্রেনের কয়েকটি স্থানে রাশিয়ার হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।