
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ড. ইউনূসকে যখন ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলায় হয়রানি করছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে ৪০ মিনিট বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে শুধু ড. ইউনূসকেই পক্ষে সমর্থন জানানো হয়েছিল। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তিনি অংশগ্রহণ করবেন। তাই প্রধান উপদেষ্টার উচিত খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করা।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লা বরুড়া উপজেলার ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, সংস্কারের নামে অনেক রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চায়। যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তাদের বলি—নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না। মবসন্ত্রাস এবং হত্যার ঘটনাও বন্ধ করা সম্ভব হবে না। তাই প্রধান উপদেষ্টার উচিত খালেদা জিয়ার প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার সময় বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলে এসব পাচার হওয়া টাকা আবার দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য দ্রুত সুষ্ঠ নির্বাচন অপরিহার্য।
সেনাবাহিনী প্রসঙ্গে বরকত উল্লাহ বুলু বলেন, সেদিন সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। হাসিনা চেয়েছিলেন, জনগণের রক্তপাত ঘটুক, কিন্তু আমাদের গর্বের সেনাবাহিনী তা করতে দেয়নি। যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না দাঁড়াতো, লাখ লাখ মানুষের মৃত্যু হতো। তাই ফ্যাসিস্ট হাসিনা নিজের মাতৃভূমিতে ফিরে গেছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।