
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে বড় ধরনের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং গণগ্রেপ্তার চালানো হয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সহিংসতা ছড়িয়ে পড়লে পুলিশ অন্তত ৪২৫ জন বিক্ষোভকারীকে আটক করে।
শনিবার (৬ সেপ্টেম্বর) আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানায়, লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে আয়োজিত এই বিক্ষোভে প্রায় ১,৫০০ মানুষ অংশ নেন। সংগঠনের দাবি, অংশগ্রহণকারীরা সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেপ্তারের ঝুঁকি জেনেই রাস্তায় নেমেছিলেন। তারা অভিযোগ করেন, পুলিশ হঠাৎ আক্রমণ চালিয়ে অনেককে মাটিতে ফেলে দেয় এবং শুধু প্ল্যাকার্ড হাতে থাকার অপরাধেও ব্যাপক গ্রেপ্তার করে। প্ল্যাকার্ডে লেখা ছিল “আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।” এ ঘটনায় সংঘর্ষের ভিডিও এক্সে প্রকাশ করেছে সংগঠনটি।
ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায়, বিক্ষোভ চলাকালে পুলিশ লাঠিচার্জ করে। গ্রেপ্তারের সময় এক বিক্ষোভকারীর মুখ থেকে রক্ত ক্ষরণ হতে দেখা যায়। প্রথমে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা, পরে তাদের দিকে পানির বোতল ছোড়া হয়। ধাক্কাধাক্কির মধ্যে বেশ কয়েকজন মাটিতে পড়ে যান।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ, পুলিশ অফিসারকে আক্রমণসহ একাধিক অভিযোগে ৪২৫ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দাবি, বিক্ষোভ চলাকালে অফিসাররা বিক্ষোভকারীদের মৌখিক গালিগালাজ, ঘুষি, লাথি, থুতু ও বস্তু নিক্ষেপের শিকার হয়েছেন।