
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সমন্বয়ক সেজে চাঁদাবাজির চেষ্টাকালে পাঁচ যুবককে হাতেনাতে ধরে ফেলেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
চাঁদাবাজ চক্রটির নেতৃত্বে ছিলেন রিয়াদ নামে এক তরুণ। তিনি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে পরিচয় দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পাঁচজনকেই থানায় হেফাজতে রাখা হয়েছে।