
বলিউডের বহু তারকার মতো অভিনেতা গোবিন্দও একসময় একটি ব্লকবাস্টার ছবির প্রস্তাব ফিরিয়ে দেন, যা পরে হয়ে ওঠে অনিল কাপুরের ক্যারিয়ারের অন্যতম সফল কাজ। ছবিটি ছিল ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’।
গোবিন্দ তার ক্যারিয়ারে বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু অনেকেই জানেন না, তিনি প্রথমে ‘তাল’ ছবিতে অনিল কাপুরের চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন।
এই ছবিতে মূল ভূমিকায় ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর ও অক্ষয় খান্না। অলক নাথসহ আরও অনেকে ছবিটিতে অভিনয় করেন। মুক্তির পর এটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং এর গানগুলোও তুমুল জনপ্রিয়তা লাভ করে।
আইএমডিবির তথ্য অনুযায়ী, প্রথমে এই চরিত্রের জন্য সুভাষ ঘাই আমির খানকে প্রস্তাব দেন। কিন্তু আমির চিত্রনাট্য পছন্দ না করায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। এরপর তা যায় গোবিন্দার কাছে, যিনি তখন ‘হাসিনা মান জায়েগি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে চরিত্রটি শেষ পর্যন্ত অনিল কাপুর পান এবং তা তার ক্যারিয়ারের বড় অর্জনে পরিণত হয়।
উল্লেখ্য, ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত ‘তাল’ বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি টাকা আয় করে, যা গোবিন্দর প্রত্যাখ্যান করা সিদ্ধান্তকে আলোচনায় নিয়ে আসে।