
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ একজন আগ্নেয়াস্ত্র কারিগরকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সেখানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় একজন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকেও আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানা হস্তান্তর করা হয়েছে।
লে. কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”