
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা শুনে আর চুপ থাকলেন না সুইডিশ পরিবেশ ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ট্রাম্পের ‘ঝামেলাবাজ’ আখ্যা ও ডাক্তার দেখানোর পরামর্শকে প্রতিশোধমূলক ব্যঙ্গ হিসেবে ব্যবহার করে থুনবার্গ উল্টো মার্কিন প্রেসিডেন্টকেই ‘মানসিক রোগী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) এক ইন্সটাগ্রাম পোস্টে থুনবার্গ ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্টের নিজের রাগ নিয়ন্ত্রণে সমস্যা আছে। পোস্টে তিনি ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের অতিরিক্ত প্রশংসামূলক মন্তব্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগকে ব্যঙ্গের সঙ্গে তুলে ধরেছেন।
গ্রেটা থুনবার্গ পোস্টে ট্রাম্পকে খোঁচা মেরে বলেন, “রাগ নিয়ন্ত্রণে সাহায্যের জন্য আপনার কাছ থেকে পরামর্শ চাই।” তিনি যুক্তি দেন, মার্কিন প্রেসিডেন্টের অতীতের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়, তিনি নিজেই রাগ নিয়ন্ত্রণের সমস্যায় ভুগছেন।
এর আগে, সুমুদ ফ্লোটিলা থেকে গ্রেটা থুনবার্গকে আটক করার ঘটনায় ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে ট্রাম্প তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলেন।