
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী দুইটি যাত্রীবাহী ট্রেন—সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস—এর সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি ১০ আগস্ট থেকে কার্যকর হবে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষর করা ওই আদেশে উল্লেখ করা হয়, “যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নতুন সূচি অনুযায়ী, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস (৮২১) ট্রেনটি এখন ভোর ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করবে। পূর্বের সূচিতে এই ট্রেনটি ছাড়ত সকাল ৬টা ১৫ মিনিটে, অর্থাৎ ২৫ মিনিট আগে ছাড়বে ট্রেনটি।
অন্যদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২) এখন সকাল ১০টায় কক্সবাজার স্টেশন থেকে যাত্রা শুরু করবে। এর আগের সময় ছিল সকাল ১০টা ২০ মিনিট, ফলে এ ট্রেনটির যাত্রা ২০ মিনিট এগিয়ে আনা হয়েছে।
স্টপেজ তালিকায়ও রয়েছে নির্ধারিত স্টেশনগুলো। সৈকত এক্সপ্রেস থামবে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামুতে। অন্যদিকে, প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ এবং রামু স্টেশনে।