
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মোট ১,০৬৩ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন ৪৭৪ জন এবং হল সংসদের জন্য ৫৮৯ জন শিক্ষার্থী।
তবে উপ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়নকারীর সংখ্যা এখনও নির্বাচন কমিশন প্রকাশ করেনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী জানান, “শুরুতে মনোনয়ন সংগ্রহে আগ্রহ কম থাকলেও শেষ দিনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। সুবিধার জন্য মনোনয়ন সংগ্রহের সময়ও বাড়ানো হয়েছিল।”
নির্ধারিত সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত হলেও ভিড়ের কারণে তা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্ররাজনীতির সংশ্লিষ্ট মহল শিক্ষার্থীদের আগ্রহ, প্যানেল ঘোষণাসহ নির্বাচনের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।