
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ইসলামের পক্ষে অনুকূল হয়ে উঠেছে। তার মতে, জনগণ বুঝে গেছে, পূর্বের শক্তি পুনরায় ক্ষমতায় এলে দেশের স্বার্থে কিছুই হবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি পাঁচ দফা দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম বলেন, স্বাধীনতার সময় মানুষ তিনটি মূল স্লোগান তুলেছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। কিন্তু যারা এতদিন দেশ পরিচালনা করেছে, তারা এর কোনোটিই বাস্তবায়ন করতে পারেনি। গত ৫৩ বছরে শাসকশক্তি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, এই ব্যর্থতার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সামনে একটি সুস্পষ্ট নীতি-আদর্শ উপস্থাপন করেছে। এই নীতি-আদর্শ মা-বোন, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সর্বশ্রেণির মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে। আল্লাহ প্রদত্ত এই নীতি-আদর্শের বাইরে শান্তি বা মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও সামাজিক পরিবর্তনেরও আন্দোলন।
চরমোনাই পীর জোর দিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিককে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। যারা ক্ষমতায় বসে আছে, তারা জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন পরিবর্তন সময়ের দাবি, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ। তার ভাষায়, লক্ষ্য কেবল রাজনৈতিক ক্ষমতা দখল নয়, বরং প্রতিটি মানুষের ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠা।