
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে চাঁদা না দেওয়ার কারণে দোকানপাট জোরপূর্বক বন্ধ করার অভিযোগে বুধবার (১৩ আগস্ট) ব্যবসায়ীরা বিক্ষোভে অংশ নেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ঘটনাস্থলে পুলিশের টহল টিম পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশের টহল পাঠিয়েছি। ব্যবসায়ীরা মৌখিকভাবে অভিযোগ করেছেন যে, চাঁদা না দেওয়ায় তাদের দোকান জোর করে বন্ধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যবসায়ীরা অভিযোগ করেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন ভবনের দোকানপাট বন্ধের ঘটনায় ওয়ার্ড বিএনপির লোকজন জড়িত। বুধবার সকালে তারা এই ঘটনার প্রতিবাদে মার্কেটে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে অবস্থান করছে।