.png)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বটতলা এলাকায় জমায়েত হচ্ছেন।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে মিছিল নিয়ে তারা বটতলা এলাকায় একত্রিত হতে শুরু করেন। মিছিল চলাকালে মাইকিং করে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা "আমার হলে রাজনীতি চলবে না, চলবে না", "র্যাগিংয়ের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও", "হল পলিটিক্সের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও", "গেস্টরুমের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও" এরকম স্লোগান দিয়েছেন।
এমন বিক্ষোভের মাধ্যমে তারা আবাসিক হল থেকে ছাত্ররাজনীতির অবসান ঘটানোর দাবি জানাচ্ছেন।