
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ঘেরা দুর্গম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা। নিহত কর্মকর্তার নাম মোতালেব।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে যাওয়ার সময় এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই হামলায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর বরাতে জানা যায়, সন্ত্রাসীরা র্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারে ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম বলেন, র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে কয়েকজন আহত হন এবং তাদের একজন নিহত হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।