
রাজধানীর লালবাগে বন্ধুর বাড়ির ছাদ থেকে নিচে পড়ে এক তরুণের করুণ মৃত্যু হয়েছে। নিহতের নাম সোলেমান (২৫)। তিনি অনার্সে পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ করতেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে। গুরুতর আহত অবস্থায় সোলেমানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বাড়ির মালিক মাইনুদ্দিন জানান, “সোলেমান আমার ছেলের শৈশবের বন্ধু। তারা একসঙ্গে পড়াশোনা করত। রাতে রেস্টুরেন্টের ডিউটি শেষে সে আমাদের বাসায় আসে। এরপর আমার ছেলে ও সে ছাদে গিয়ে গল্প করছিল। তখন সোলেমান বলে, তার শরীরটা দুর্বল লাগছে। আমার ছেলে তখন বলে, তুই তাহলে বাসায় চলে যা। সোলেমানও সম্মতি দিয়ে বলে, ঠিক আছে, চলে যাব।”
তিনি আরও বলেন, “এর কয়েক মিনিট পরেই হঠাৎ দেখি ছাদের পেছন দিকে থাকা রেলিংয়ের পাশ থেকে সে নিচে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগেই রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।
সোলেমান অনার্সে অধ্যয়নরত ছিলেন এবং পড়ালেখার পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ করতেন বলে নিশ্চিত করেছেন মাইনুদ্দিন।