
সাবেক বিডিআর সদস্যদের ওপর জলকামান নিক্ষেপ করছে পুলিশসাবেক বিডিআর সদস্যদের ওপর জলকামান নিক্ষেপ করছে পুলিশ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিল আটকে দিয়েছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। এসময় সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টা অবরোধের পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফের সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে অবস্থান নেন। এক পর্যায়ে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।