
জাতীয় প্রেস ক্লাবের মাত্র ৫০০ ফুট দূরত্বেই অবস্থান করছে সেই গোষ্ঠী, যারা আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টায় লিপ্ত; এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী তার একেবারে নিকটবর্তী অবস্থানে রয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামক একটি সংগঠনের আয়োজিত সমাবেশে এসব মন্তব্য করেন ফারুক।
তিনি বলেন, “হাসিনা ও তার মেয়ে এখন দিল্লিতে অবস্থান করছেন। একইসঙ্গে দেশের সবচেয়ে বড় ক্ষতি যিনি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও সেখানে রয়েছেন। যারা আমাদের রক্তাক্ত করে দেশকে বিপর্যস্ত করেছে, তাদের মধ্যে মাত্র দু-একজন ছাড়া কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘোরাফেরা করছে।”
নির্বাচন কমিশনের প্রধানের উদ্দেশে তিনি বলেন, “আপনি জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু আপনি নির্বাচনের রূপরেখা ঘোষণার পর, আওয়ামী লীগের সেই প্রেতাত্মারা আবার দ্রুত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে।”
ফারুক আরও বলেন, "বাংলাদেশে যারা গণআন্দোলনের অংশ ছিলেন, তারা হয়তো কিছুটা দূরে সরে গেছেন। আমি তাদের আহ্বান জানাই; দেশ ও জনগণকে ভালোবাসেন। আমরা হাসিনার মতো বক্তব্য দিয়ে নয়, বরং জনগণের ভোটে সরকারে যেতে চাই। আমার নেতা তারেক রহমান বলেছেন; আমার ভোট আমি দেব এবং সেই ভোটে জয়ী হলে যারা ১৬ বছর ধরে নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে।"
বিএনপির সাবেক চিফ হুইপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আপনি (তারেক রহমান) গত ১৬ বছর ধরে নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় উদ্বুদ্ধ করে রেখেছেন। সেই কারণেই জনগণ আপনাকে ভালোবাসে।"
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি বাদল সরকার এবং সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী।