
হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
গত ৬ আগস্ট, বুধবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরদিন, ৭ আগস্ট (বৃহস্পতিবার), বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সম্মানিত আমিরে জামায়াতকে দেখতে হাসপাতালে গিয়েছেন।’
এতে আরও উল্লেখ করা হয়, ‘বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আমিরে জামায়াতের সঙ্গে দেখা করে তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।’
‘আমরা সম্মানিত শায়খের প্রতি আন্তরিক কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমিন।’
এর আগে, গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি কেবিনে রয়েছেন এবং জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আল্লাহর অশেষ রহমতে তার শারীরিক অবস্থা ভালো। দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতা দেয়ার সময় দুইবার মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে সহায়তা করেন এবং পরে মঞ্চের পাশে বসে বক্তব্য শেষ করেন। সমাবেশের পরদিন তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়ায় তিনি বাড়ি ফিরে যান। পরে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদপিণ্ডের ধমনিতে ছোট-বড় পাঁচটি ব্লক শনাক্ত হয়।