
জামিনে কারামুক্ত হয়েই কারা ফটকে আটক হয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি (৩৫)।
‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড’ ঠেকাতে তাকে আটক করার কথা বলছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এই ছাত্রলীগ নেতাকে ধরা হয়।
পুলিশ বলছে, তার বিরুদ্ধে ডিসি বাংলোতে ভাংচুর, সাগর হত্যা এবং বিএনপির কার্যালয় ও দলটির এক নেতার বাসায় ভাংচুরের অভিযোগে চারটি মামলা রয়েছে।
এর মধ্যে তিনটি মামলায় নিন্ম আদালত থেকে এবং আরেকটি মামলায় ২৫ মে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।
অনির বড় ভাই নওফেল আহমেদ অমি বলেন, কারা ফটক থেকে অনিকে পুলিশ আটক করে। তাকে কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ঠেকাতে তাকে আটক করা হয়েছে।”
গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থেকে অনিকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।