
এক বছর ধরে নিউ ইয়র্কে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। সেই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শো আয়োজন করে দর্শকের সঙ্গে সরাসরি মিলিত হচ্ছেন তিনি। সম্প্রতি মিশিগানে অনুষ্ঠিত এক শোতেও তিনি উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন কিংবদন্তি গায়ক জেমসের সঙ্গে। এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জায়েদ খান।
জায়েদ খান লিখেছেন, আপনার (জেমস) সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় কখনো কেটে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই দোয়া সবসময়।

শো আয়োজনকারী শুভ কামালের কথায় স্পষ্ট, জায়েদ খানের সঙ্গে জেমসের বন্ধুত্বে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়েছে। তিনি ফেসবুকে লিখেছেন, “জায়েদ খান ভাই থাকলে যেকোনো আড্ডা জমে ওঠে। গুরু নিজেও জায়েদ খানের সঙ্গে এত সখ্যতায় আড্ডা দিয়েছেন, এমন আর কোনো শিল্পীর সঙ্গে করেন না। এমনকি হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন, মজা করেও জিজ্ঞেস করেছিলেন।
মিশিগানের অনুষ্ঠানে স্থানীয় বাঙালি সম্প্রদায়ও বড় উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভিন এবং ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। জায়েদ খানের সঙ্গে জেমসের বন্ধুত্বপূর্ণ আড্ডা এবং শিল্পীদের অংশগ্রহণ মিশিগান শোকে একটি আনন্দময় আয়োজন হিসেবে তুলে ধরেছে।