
নির্বাচনের ভবিষ্যৎ দেশের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে কমিশন পুরোপুরি প্রস্তুত। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে।
সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা বার্ডে অনুষ্ঠিত এক দিনব্যাপী কর্মশালায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ এবং তা উত্তরণের উপায় নিয়ে এসব কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে সংশয়ের বিষয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের জন্য মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি থাকলেও কিছু মানুষের মধ্যে যে নির্বাচন হবে না এমন ধারণা আছে। নির্বাচন হবেই, এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।