
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ১৩ নভেম্বরকে সামনে রেখে সুপ্রিম কোর্টসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান। প্রধান বিচারপতি ও আপিল ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিরা এখানেই বিচার কার্য পরিচালনা করেন। তাছাড়া সুপ্রিম কোর্টে দেশের বহু গুরুত্বপূর্ণ মামলা ও কয়েক লক্ষ নথি সংরক্ষিত রয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে জাতীয় ঈদগাহ মাঠ এবং প্রধান বিচারপতির প্রবেশপথ সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের উপস্থিতি বেড়ে গেছে। এই পরিস্থিতি সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও আশপাশের এলাকাসহ পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।