
আসন্ন ৫ আগস্ট বিকেলে দেশের জনগণের সামনে উন্মোচন করা হবে গণঅভ্যুত্থান সংক্রান্ত ‘জুলাই ঘোষণাপত্র’। এতে অংশ নেবে অভ্যুত্থানে সম্পৃক্ত সব পক্ষ।
শনিবার (২ আগস্ট) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, “জুলাই ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় এটি জাতির সামনে উপস্থাপন করা হবে, যেখানে গণঅভ্যুত্থানের সব পক্ষ উপস্থিত থাকবে।”
এছাড়াও, ঘোষণাপত্র প্রকাশের বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।