
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম (২০) নামের এক তরুণ নিহত হয়েছে।
আজ সোমবার দুপুরের পর ৭ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান নিহতের খবর নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় ফয়সাল নামে একজনকে চাপাতিসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে সেলিম নামের আরেকজনকে ধরা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলছেন, মাদক কারবারি পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল গ্রুপের দ্বন্দ্বে এ সংঘাত চলছে।