
নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত এই তরুণ নেতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করে নিজের জয় উদযাপন করেছেন।
সমর্থকদের উদ্দেশে বিজয় ভাষণে মামদানি বলেন, “ইতিহাসে খুব কম সময়ই এমন মুহূর্ত আসে, যখন আমরা পুরোনো থেকে নতুনের পথে পা বাড়ায়…” — এই উক্তিটি নেহরুর ১৯৪৭ সালের স্বাধীনতা দিবসে দেওয়া বিখ্যাত ভাষণ “Tryst with Destiny” থেকে নেওয়া।
নেহরুর সেই ভাষণ যেমন ছিল ভারতের স্বাধীনতা ও ব্রিটিশ শাসনের অবসানের প্রতীক, তেমনি মামদানির এই জয়কেও অনেকেই দেখছেন এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে। ডানপন্থী জাতীয়তাবাদের বিশ্বব্যাপী উত্থানের প্রেক্ষাপটে তাঁর বিজয়কে ধরা হচ্ছে প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এক জোরালো বার্তা হিসেবে।
ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী জোহরান মামদানি নিউইয়র্কের বৈচিত্র্যময় নাগরিকদের প্রতিনিধিত্বের প্রতীক হয়ে উঠেছেন। তাঁর জয়কে বিশ্লেষকরা শ্রমজীবী মানুষের স্বার্থে দাঁড়ানো এক ঐতিহাসিক সাফল্য বলেও উল্লেখ করছেন।
বিজয়োৎসবে বক্তৃতার এক পর্যায়ে মামদানি আরও বলেন, “এ শহর তাদের, যারা প্রতিদিন পরিশ্রম করে জীবন গড়ে তোলে। আজকের এই বিজয় সেই মানুষের।”