
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এখন চলছে ভোট গণনার কাজ। আজ মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং তা শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ব্যালট গণনার কাজ চলতে থাকে। এ সময় ঢাবির বিভিন্ন প্রবেশপথে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও উৎসুক জনতা জড়ো হতে থাকেন।
এমন পরিস্থিতিতে অযথা ভিড় এড়াতে এবং পরিবেশ স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সবাইকে সতর্ক করেছে।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ভোট গণনা চলছে। তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে অযথা ভিড় না করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে।”