
সরকারি টাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট সংগ্রহ করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ‘রাষ্ট্রীয় শত শত কোটি কোটি টাকা অপচয় করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রমণ এবং ডক্টরেট ডিগ্রী বিলাশ’ শিরোনামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘দেশের সরকারি টাকা লবিস্ট এর পেছনে ব্যয় করে ভুয়া ডিগ্রি সংগ্রহ করতেন শেখ হাসিনা। তিনি যে সকল পদক ও ডিগ্রী সংগ্রহ করেছেন তার প্রায় সবগুলোর পেছনে প্রচুর খরচ করতেন তিনি। জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে অর্জন করা কয়েকটি ভুয়া ডক্টরেট হলো ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।’
প্রতিবেদনে আরও বলা হয়, ‘গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে সার্বিক পর্যালোচনান্তে দুদক কর্তৃক উল্লিখিত বিষয়গুলো প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’