
ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (৩ আগস্ট) এক টেলিভিশন বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
সারি জানান, ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর—তেল আবিব, আশকেলন ও হাইফা— লক্ষ্য করে তারা তিনটি ড্রোন পাঠিয়েছে। তিনি বলেন, “এই ড্রোন হামলা ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে হুথিদের প্রতিরোধের অংশ।”
হামলার কিছুক্ষণের মধ্যেই গাজার নিকটবর্তী নেটজারিম বনাঞ্চল এবং মিশর সীমান্তবর্তী এলাকায় সাইরেন বাজতে শুরু করে, যা সাধারণত আকাশে ড্রোন বা ক্ষেপণাস্ত্র শনাক্ত হলে সতর্কবার্তা হিসেবে ব্যবহৃত হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তিনটি ড্রোনের মধ্যে একটিকে গুলি করে ধ্বংস করেছে। তবে বাকি দুটি ড্রোনের অবস্থান বা গন্তব্য সম্পর্কে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
গাজায় চলমান সংঘাত শুরুর পর থেকেই হুথি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়ে আসছে। তারা একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে যে, গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত থাকলে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে আরও বড় আকারে আঘাত হানা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, ইয়েমেন থেকে ড্রোন পাঠিয়ে ইসরায়েলের ভেতরে হামলার এই প্রচেষ্টা দেশটির নিরাপত্তাব্যবস্থার জন্য এক নতুন মাত্রার হুমকি তৈরি করেছে। যদিও ইসরায়েল এখনো নিশ্চিত নয় যে, ড্রোনগুলো তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না।