
রাজধানীতে টানা বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি জানিয়েছে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইনের (০১৭০৯৯০০৮৮৮) মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক বিবৃতিতে জানান, প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি, ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিমও সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি জানান, গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড এবং ধানমণ্ডিসহ বেশ কিছু স্থানের জলাবদ্ধতা ইতোমধ্যে দূর হয়েছে। তবে খাল-নদী ও আউটলেটের পানির স্তর প্রায় সমান থাকায় পানি নামতে বিলম্ব হচ্ছে। এসব এলাকায় অস্থায়ী পোর্টেবল পাম্প ব্যবহার করে পানি দ্রুত নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া কমলাপুরে স্থাপিত হাই-প্রেসার ভার্টিক্যাল পাম্পও চালু রাখা হয়েছে যাতে দ্রুত পানি নামানো যায়।
রাসেল রহমান বলেন, “উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে ঢাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গত রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে দক্ষিণ সিটির বেশ কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা তা দ্রুত সমাধানের চেষ্টা করছি।”