
বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ‘জনতার সামনে’ শীর্ষক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রযোজক মো. নাসির উদ্দিন এবং প্রোগ্রাম ম্যানেজার সাহরিয়ার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একইসঙ্গে বার্তা পরিচালক নুরুল আজম এবং অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ২৭ জুন রাতে বিটিভিতে প্রচারিত অনুষ্ঠানটিতে সরকারের নীতিমালার পরিপন্থী বিষয়বস্তু উপস্থাপন করা হয়, যা সরকারি ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রযোজক নাসির উদ্দিন অনুষ্ঠানটির কনটেন্ট অনুমোদন করে তা সম্প্রচারের জন্য পাঠিয়েছিলেন। এতে সরকারি শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০২৮-এর ৩(ক) ধারায় অদক্ষতা এবং ৩(খ) ধারায় অসদাচরণের অভিযোগ প্রযোজ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।
একই অভিযোগে প্রোগ্রাম ম্যানেজার সাহরিয়ার মোহাম্মদ হাসানকেও সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি অনুষ্ঠানটি সম্প্রচারের আগে প্রিভিউ করলেও কোনো আপত্তি না জানিয়ে তা প্রচারের অনুমোদন দেন।
এছাড়া, একই অনুষ্ঠানে জড়িত বার্তা পরিচালক নুরুল আজম ও অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।