
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর জিয়া উদ্যান এলাকা হয়ে ওঠে সরব, যেখানে সকাল গড়াতেই জড়ো হতে থাকেন বিএনপির অসংখ্য নেতাকর্মী।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত উপলক্ষে তারেক রহমানের উপস্থিতিকে সামনে রেখে শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় এই ভিড় লক্ষ্য করা যায়।
এ উপলক্ষে জিয়া উদ্যান সংলগ্ন সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুনে এলাকা সাজানো হয়।
এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে জিয়া উদ্যান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।