
আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির সম্ভাবনা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে তালেবান সরকার, স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করতে প্রস্তুত নয়।
রোববার, ২১ সেপ্টেম্বর, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত দেশটির এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কোনো চুক্তির মাধ্যমে কাউকে দেওয়া সম্ভব নয়। আমাদের এর প্রয়োজনও নেই।”
তার এই বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে, যেখানে তিনি যুক্তরাজ্য সফরে গিয়ে বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প বলেন, “আফগানিস্তান যদি যারা বাগরাম ঘাঁটি তৈরি করেছে, সেই যুক্তরাষ্ট্রের কাছে এটি ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।”
তালেবান প্রশাসনের উচ্চপদস্থ এই কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে কেউ ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও, সেটি কখনো বাস্তবায়নযোগ্য নয়।
উল্লেখ্য, বাগরাম ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ২০০১ সালে সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু হলে এই ঘাঁটি থেকেই তালেবান সরকার উৎখাতের অভিযান চালায় যুক্তরাষ্ট্র। দুই দশকের সংঘাতের পর ২০২১ সালের জুলাই মাসে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তির ভিত্তিতে, মার্কিন ও ন্যাটো বাহিনী বাগরাম ত্যাগ করে।
এর অল্প সময় পরই আফগান নিরাপত্তা বাহিনী ভেঙে পড়ে এবং তালেবান আবারো দেশটির নিয়ন্ত্রণ নেয়। সেই প্রেক্ষাপটে এখন বাগরাম ঘাঁটি ফেরত নেওয়ার জন্য পশ্চিমা আগ্রহ পুনরায় আলোচনায় এলেও, তালেবান তার স্পষ্ট বিরোধিতা জানিয়ে দিয়েছে।