
তিস্তা মেগা প্রকল্পে চীনের সক্রিয় আগ্রহ নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ সরকার এ প্রকল্প বাস্তবায়নের জন্য বেইজিংয়ের কাছে প্রায় ৫৫০ মিলিয়ন ডলারের ঋণ চেয়েছে, আর চীনও প্রকল্পে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।
সোমবার সকালে ঢাকায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, “চীন এই প্রকল্পে গভীর আগ্রহী।”
কূটনৈতিক সূত্রগুলো জানায়, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা ও কারিগরি দিক বিশ্লেষণে চীন থেকে একটি বিশেষজ্ঞ দল আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফর করবে। প্রকল্পের খুঁটিনাটি মূল্যায়নের পরই পরবর্তী ধাপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তা পেলে এটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
সরকার তিস্তা নদী অববাহিকার টেকসই উন্নয়ন এবং পানি ব্যবস্থাপনার লক্ষ্যে প্রকল্পটিকে উচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, চীনের সম্ভাব্য অর্থায়ন প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়ায় গতি আনতে পারে।