
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। এই আসনে বিএনপির সমর্থন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোট শরিকদের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে বিএনপি সাতটি সংসদীয় আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরকে সমর্থন দিচ্ছে দলটি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির সমর্থনে ভিপি নুরের প্রার্থী হওয়ায় পটুয়াখালী-৩ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে আলোচনা চলছে। ফলে আসন্ন নির্বাচনে এই আসনের ফলাফল নিয়ে সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক মহলেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।
উল্লেখ্য, একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরেই বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে আসছিলেন।