
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়সীমার মধ্যেই টার্মিনালটি চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর জন্য প্রাণান্ত চেষ্টা করেছি, কিন্তু সেটি সফল হয়নি। পরবর্তী সরকার এসে এ ব্যাপারটি দেখবে।”
সংবাদ সম্মেলনে বিমানবন্দরের সক্ষমতা উন্নয়ন নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি মানে উন্নীত করতে হলে উত্তরার বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ভাঙার প্রয়োজন পড়বে, যা বাস্তবসম্মত নয়। তবে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি তে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, “তবে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। সেটি করা সম্ভব হলে, আবহাওয়াজনিত কারণে বিমান সেখানে অবতরণ করানো সম্ভব হবে।”
এদিকে বিমান চলাচল খাতকে শৃঙ্খলার আওতায় আনতে আইনি সংস্কারের বিষয়েও অগ্রগতির কথা জানান তিনি। অধ্যাদেশ সংশোধন প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, “আশা করি, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশের মাধ্যমে বাজারকে শৃঙ্খলার মধ্যে আনা যাবে।”
তিনি আরও জানান, এসব অধ্যাদেশ কার্যকর করতে বিধি প্রণয়ন অপরিহার্য। ইতোমধ্যে বিধিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে তা চূড়ান্ত করা হবে।