
টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর উদ্যোগে শহরের সোনার বাংলায় তার নিজ বাসভবনে এ আয়োজন হয়।
মাগরিবের নামাজের পর কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবনী ও দেশের জন্য তার অবদানের কথা উল্লেখ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অন্যদিকে, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালিত হতে দেখা যায়নি।