
দিনাজপুরের নবাবগঞ্জে লিলিসা বেসরা নামে দেড় বছর বয়সী এক আদিবাসী মেয়ে শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এর আগে দুর্বৃত্তরা শিশুর পরিবারের কাছে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সোমবার দুপুরে উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারা গ্রামের একটি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
লিলিসা নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের বুরিকাঁঠাল ঠসারমোড় গ্রামের দিনেশ বেসরার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে হাতিমারা গ্রামে শিশুটি তার পরিবারের সঙ্গে বিয়ের দাওয়াতে আসে। ওইদিন বিকেল থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। দুইদিন পর সোমবার সকালে এলাকাবাসী একটি বাগানে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করে পুলিশ।
ওসি আব্দুল মতিন জানান, ওই শিশুকে অপহরণ করে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। পরে তা না দেওয়ায় শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হাতিমারা গ্রামের ইলিজাস মার্ডি, শিবলাল মার্ডি ও জ্যাঠা মার্ডিকে আসামি করে মামলা করা হয়।
ওসি আরও জানান, শনিবার বিকেল ৫টার দিকে লিলিসাকে কিছু কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায় ইলিজাল মার্ডি। প্রথমে পুলিশ ইলিজালকে আটক করলেও সে সঠিক তথ্য দেয়নি। পরের দিন রোববার দুপুরে শিবলাল ও জ্যাঠা শিশুটির পরিবারের কাছে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু পরিবার টাকা দেয়নি। পরে শিশুটির মরদেহ মেলে। জিজ্ঞাসাবাদে আসামিরা শিশুটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছে। আজ আসামিদের আদালতে পাঠানো হয়েছে।