
রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (৩০ জুলাই) এই ঘোষণা দেন তিনি, যা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।
ট্রাম্প বলেন, “ভারতকে আলাদাভাবে শাস্তি পেতে হবে রাশিয়ার সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্কের জন্য।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির জ্বালানি আমদানি পুরোপুরি জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়েই করা হয়।
এই পরিস্থিতিতে ট্রাম্প একাধিক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি লিখেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না যে প্রধানমন্ত্রী মোদি এখনও আমার টুইট, বিবৃতি বা শুল্ক সম্পর্কিত বক্তব্যের কোনও উত্তর দেননি। আমরা ভারতকে অনেক বড় বড় চুক্তি, প্রতিরক্ষা সহায়তা দিয়েছি, তবুও তিনি সম্পূর্ণ নীরব। এমনকি একটা ধন্যবাদও আসেনি।”
ট্রাম্প আরও লেখেন, “ভুলে যাবেন না, আমিই সেই ব্যক্তি যিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছিলাম। অন্য কেউ এটা করতে পারতো না। অনেকেই বলেছিল এর জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। আমেরিকান কর্মীরা ক্ষতিগ্রস্ত হলেও ভারত প্রথম থেকেই লাভবান হচ্ছে। আমি সবসময় মোদিকে পছন্দ করি। কিন্তু এই ধরণের অসম্মান ভোলার নয়। ব্যবসার জন্য খারাপ। বন্ধুত্বের জন্য খারাপ।”