
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এখনো "বেশ ইতিবাচক" সম্পর্ক রয়েছে। খবর আল-জাজিরার।
মোদি লিখেছেন, “আমার সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আবেগ-অনুভূতি ও ইতিবাচক মূল্যায়ন আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি এবং একইভাবে তাকে তা ফিরিয়ে দিচ্ছি।”
তিনি আরও লেখেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি "খুবই ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব" বজায় রয়েছে।
মোদি এই মন্তব্য করেছেন এমন এক সময়ে, যখন ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এছাড়া রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে হামলার জন্য মস্কোকে সহায়তা করছে বলে ভারতকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে বলেন, তিনি সব সময় মোদির বন্ধু থাকবেন। চীনের কাছে ভারতকে ছেড়ে দেওয়া সংক্রান্ত আগের মন্তব্যের পর এবার তিনি বলেন, “ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক আছে। দুশ্চিন্তার কিছু নেই।”
উল্লেখ্য, মোদি ও ট্রাম্প দুজনই জনতুষ্টিবাদী নেতা হিসেবে পরিচিত। ট্রাম্পের প্রথম মেয়াদকাল থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
গত সপ্তাহে মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে চীন সফরে যান। সাত বছরের মধ্যে এটি ছিল তার প্রথম চীন সফর, যা ভারত-চীন সম্পর্কের কিছুটা উষ্ণতা ফেরার ইঙ্গিত দেয়। তবে এই সফর ট্রাম্পকে বিরক্ত করেছে বলেও ধারণা করা হচ্ছে, কারণ তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিতে চাচ্ছেন।