.jpeg)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের বৃহৎ শত্রু হলো বিদেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। শনিবার (২০ সেপ্টেম্বর) সমুদ্র থেকে সমৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতকে আত্মনির্ভর হতে হবে এবং সাধারণ চিপ থেকে শুরু করে জাহাজ পর্যন্ত সবকিছু নিজেদের প্রযুক্তিতে তৈরি করতে হবে।
এই অনুষ্ঠানে মোদি ৩৪ হাজার কোটি রুপির একটি প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানিয়েছেন, দেশের সব সমস্যার সমাধান একটাই অর্থনৈতিক ও প্রযুক্তিগত আত্মনির্ভরতা।
মোদি বলেন, ভারত বিশ্বকে ভ্রাতৃত্ববোধের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে ভারতের বড় কোনো শত্রু নেই। তবে সত্যি বলতে, ভারতের সবচেয়ে বড় শত্রু হলো অন্য দেশের ওপর নির্ভরশীলতা। বিদেশিদের ওপর অতিরিক্ত নির্ভরতা বড় পরাজয়ের দিকে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য বিশ্বের সবচেয়ে জনবহুল দেশকে অবশ্যই আত্মনির্ভর হতে হবে। ১৪০ কোটি ভারতীয়ের ভবিষ্যত বাইরের শক্তির ওপর ছেড়ে দেওয়া যাবে না। বিদেশের ওপর নির্ভর হয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আগামী প্রজন্মের ভবিষ্যত অন্যদের হাতে দেওয়া যায় না। যদি ১৪০ কোটি মানুষের দেশ অন্যদের ওপর নির্ভরশীল হয়, তাহলে জাতীয় আত্মসম্মানও ক্ষুণ্ণ হবে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস