
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে আবারও রক্তক্ষয়ী সহিংসতা—প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় নেতাদের তথ্যের বরাতে রয়টার্স জানায়, মঙ্গলবার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হামলাকারীরা শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি; ঘটনাস্থল থেকে তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে আরও পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
বেরোম ইয়ুথ মোল্ডার্স-অ্যাসোসিয়েশন (বিওয়াইএম)-এর প্রধান ডালিওপ সলোমন মাওয়ান্তিরি জানান, মঙ্গলবার রাতের অন্ধকারে সশস্ত্র একটি দল খনি এলাকায় হানা দেয়। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের ‘ফুলানি মিলিশিয়া’ হিসেবে শনাক্ত করেছেন।
দীর্ঘদিন ধরে চলমান জাতিগত ও ধর্মীয় বিরোধের ধারাবাহিকতায় এ হামলা সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকদের কর্মস্থল হিসেবে ব্যবহৃত খনি স্থাপনাটিতে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়।
নাইজেরিয়ার পুলিশ বিভাগের মুখপাত্র আলফ্রেড আলাবো হামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তবে এই সর্বশেষ হামলা প্লাটো রাজ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।
সরকারের পক্ষ থেকে বারবার শান্তি ফেরানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সহিংসতার মাত্রা কমছে না। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং সাধারণ মানুষের ওপর ধারাবাহিক হামলায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সূত্র: রয়টার্স