
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগজুড়ে শুরু হতে যাচ্ছে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় এই তিন বিভাগে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার চেয়েও বেশি বৃষ্টিপাত হতে পারে।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের ঝুঁকিপূর্ণ বসতিগুলোতে বাস করা মানুষের জন্য বাড়ছে হুমকি।
তীব্র বৃষ্টিপাতের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের কিছু কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে রূপ নেয়। আজ শুক্রবার সকাল ৬টায় এটি অবস্থান করছিল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন পশ্চিমবঙ্গ–বাংলাদেশ উপকূলে। পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের মধ্যেই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।