
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার অভিনেতার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি তাদের প্রথম কন্যাসন্তানকে পৃথিবীতে নিয়ে এসেছেন।
এই আনন্দঘন সংবাদটি নিজেই সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন নিলয়। বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্টে তিনি সদ্যজাত কন্যার ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বাবা হওয়ার খবর প্রকাশের পর থেকেই নিলয়-হৃদি দম্পতি ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন। পোস্টের মন্তব্য অংশে সবাই তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন, পাশাপাশি নিলয়ের সহশিল্পীরাও তাদের দম্পতির জন্য শুভকামনা প্রকাশ করেছেন।
উল্লেখযোগ্য, ২০২১ সালের ৭ জুলাই নিলয় আলমগীর এবং তাসনুভা তাবাসসুম হৃদি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের পরিচয় ও প্রেমের সূত্রপাত হয়েছিল ফেসবুকের মাধ্যমে। এরপর পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। এটি হৃদির প্রথম বিয়ে হলেও, নিলয়ের এটি দ্বিতীয় বিবাহ।