
রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন এবং লোক জোগাড়ের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবির তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, তহবিল সরবরাহ এবং সরাসরি অংশগ্রহণে জড়িত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামাল হোসেন, কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী মনির হোসেন, আওয়ামী লীগ কর্মী জামাল হোসেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সহ-সম্পাদক রনি, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু এবং গাজীপুর ১ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান গাজী।
গ্রেপ্তারের সময়কাল ও স্থান অনুসারে, রবিবার রাত ১০টার দিকে বেইলি রোড এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করে ডিবির সাইবার বিভাগ। এরপর রাত ১০টা ৩০ মিনিটে জুরাইন থেকে মনির হোসেন, রাত ১১টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০/এ এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টু, সন্ধ্যা ৬টার দিকে চকবাজার থানা এলাকা থেকে রনিকে, রাত ১১টা ৪৫ মিনিটে একই এলাকা থেকে হাবিবুর রহমান গাজী এবং সোমবার রাত ১টা ২৫ মিনিটে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তিনি ভারতে পালিয়ে যান। তিন দিন পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে "গণহত্যার অভিযোগে" আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর থেকে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার, বিচার এবং রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি থাকে।
তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও প্রতিবাদ কর্মসূচির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। এসব মিছিলে "শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে", "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" এবং "হটাও ইউনূস, বাঁচাও দেশ" স্লোগান দিতে দেখা যায়।