
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি আকস্মিক মিছিল থেকে পাঁচ কর্মীকে আটক করেছে নারায়ণগঞ্জের পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। শনিবার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে ৩০ থেকে ৪০ জন যুবক মশাল হাতে “ছাত্রলীগ” ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করে। তারা স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত সমাবেশের চেষ্টা করলে ঘটনাটি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি তাঁর নেতাকর্মীদের নিয়ে সেখানে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন। পরে যুবদল কর্মীরা ফাহিম আহমেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবির (১৫) নামের পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং সেখান থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপভ্যান জব্দ করে।
ফতুল্লা থানার সহকারী উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের থানায় আনা হয়েছে এবং আইনি ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।”
ওসি আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। তিনি বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”