
পটুয়াখালীর দশমিনা উপজেলায় কাফনের কাপড় পরা এক নেতার নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোরে উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল আদালত এলাকা পর্যন্ত চলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদা কাফনের কাপড় পরা অবস্থায় মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগ নেতারা অংশ নেন। মিছিলকারীরা সাবেক এমপি এসএম শাহজাদার ছবি সম্বলিত ব্যানার বহন করে, "শেখ হাসিনা আসবে দেশে বীরের বেসে" এবং নৌকা প্রতীকসহ বিভিন্ন স্লোগান দেন।
একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখা হয়।