
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকার টিকিয়ে রাখতে এবং নিজে প্রধানমন্ত্রিত্ব হারাতে না দিয়ে গাজা উপত্যকা পুনরায় দখল করার ওপর জোর দিচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ডেইলি মারিভ শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, সেনাবাহিনীর একটি সূত্র বলেছে, “গিদিয়ন চ্যারিয়ট-২ নামে নতুন অভিযান শুরু করতে নেতানিয়াহু জোর দিচ্ছেন। তিনি জানেন, গাজায় এই অভিযান ছাড়া তার সরকার টিকে থাকতে পারবে না এবং ভেঙে যাবে।”
নেতানিয়াহু যদি গাজা সিটিতে হামলা চালিয়ে উপত্যকাটি দখল না করেন, তাহলে তার সরকারের পদত্যাগের হুমকি রয়েছে। এমন দাবি করেছেন তার জোট সরকারের দুই উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভির ও বেজায়েল স্মোরিচ। তারা বলছেন, যুদ্ধবিরতি বা চুক্তির পরিবর্তে গাজা দখল করা হবে। তাদের অবস্থানের কারণে গাজা যুদ্ধে এই মুহূর্তে ২৩ মাস পূর্ণ হয়েছে।
সেনাবাহিনীর ওই সূত্রটি আরও জানিয়েছে, “দুই সপ্তাহ আগে মার্কিন দূত স্টিভ উইটকোফের প্রস্তাব অনুসারে ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা করছিল, যা ইসরায়েলকে ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু করার অধিকার দিত। কিন্তু হামাস যখন ইসরায়েলের সব দাবি মেনে নিয়েছিল, তখনও সরকার এখন পূর্ণাঙ্গ চুক্তির কথা বলছে।”
নেতানিয়াহুর নির্দেশে সেনাবাহিনী গাজা সিটিতে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে ২ সেপ্টেম্বর থেকে রিজার্ভ সেনাদের সমাবেশ শুরু হবে এবং যেসব রিজার্ভ সেনা এখনো যুদ্ধরত তাদের মেয়াদ বাড়ানোর নোটিশ দেওয়া হবে।
ডেইলি মারিভ জানায়, ইসরায়েলি সেনাবাহিনী এখন মনে করছে তাদের যুদ্ধে আরো কয়েক মাস সময় লাগবে।
সম্পূর্ণ গাজা দখল করার পরিকল্পনায় গাজা সিটির মানুষকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে দক্ষিণাঞ্চলের ইউরোপীয় হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে, যেখানে রোগীদের স্থানান্তর করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
সূত্র: ডেইলি মারিভ