
নেপালের কাঠমান্ডুতে চলমান সহিংস বিক্ষোভের কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের চলাচল নিরাপদ নয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামতে পারেনি এবং শেষ পর্যন্ত ফিরে এসে ঢাকায় অবতরণ করেছে। এর প্রভাবে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়া (বিজি ৩৭১) এবং কাঠমান্ডু থেকে ঢাকায় আসা (বিজি ৩৭২) সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে থাকা ১১৪ জন এবং কাঠমান্ডু থেকে ঢাকার ফ্লাইটের ৯৬ জন যাত্রীকে হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে।
ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখায় হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটও বাতিল হয়েছে। বিমান ও এয়ারলাইন সূত্র জানিয়েছে, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছে।