
বাংলাদেশ সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত রবিবার (২ নভেম্বর) আপিল বিভাগের বিচার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেছেন।
দুপুর ১২টায় নেপালের প্রধান বিচারপতি ও তার সঙ্গে আগত প্রতিনিধি দলকে নিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সাতজন বিচারপতি একসাথে এজলাসে উপস্থিত হন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেপালের প্রধান বিচারপতিসহ প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন। পরে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নেপালের প্রধান বিচারপতিকে অভিবাদন জানান।
দুপুর ১২টা ২০ মিনিটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর সম্পর্কিত আপিল শুনানি শুরু হয়। বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ইন্টারভেনর হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।
এই ঐতিহাসিক মামলার শুনানি নেপালের প্রধান বিচারপতি গভীর আগ্রহ ও মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন।