
চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবাখাতে সম্প্রতি প্রণীত বর্ধিত ট্যারিফ এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটরিয়ামে অনুষ্ঠিত কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট প্রবলেমস, প্রসপেক্টস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক কর্মশালার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এই কর্মশালার আয়োজন করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, ব্যবসায়ীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। এর ফলে তারা কিছুটা স্বস্তি পাবেন। তাদের মতামত নেওয়ার পর পুনরায় ট্যারিফ বাস্তবায়ন করা হবে, তিনি বলেন। পাশাপাশি বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও সেবা মান উন্নয়নে সকল পক্ষের সহযোগিতার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বন্দর-বর্ধিত প্রকল্পগুলোর কারণে চার্জ বৃদ্ধি অনিবার্য হয়েছে। তবে সাময়িক স্থগিতাদেশ রপ্তানিকারকদের ওপর চাপ কিছুটা কমাবে।
কর্মশালায় অংশগ্রহণকারী বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা অন্তত ছয় মাসের জন্য বর্ধিত শুল্ক স্থগিত রাখা এবং কিছু চার্জ কমানোর দাবি জানান। তারা বলেন, বৈশ্বিক বাণিজ্যে নতুন চ্যালেঞ্জ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি মোকাবিলায় রপ্তানিকারকদের প্রতিযোগিতা বজায় রাখতে সরকারের সহায়তা জরুরি। এছাড়াও তারা যৌথ টাস্কফোর্স গঠন এবং কনটেইনার নিলাম ও কার্গো সরবরাহ দ্রুত করার জন্য আইন সংস্কারের প্রস্তাব দেন।
নতুন শুল্ক কাঠামোর কারণে বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপো (আইসিডি) সেবার চার্জ গড়ে ৪০-৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানিকারকরা অভিযোগ করেন, আইসিডিগুলো সেবার মান বা সক্ষমতা বাড়ানো ছাড়া চার্জ বৃদ্ধি করেছে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, যিনি জানান, বন্দরে আটকে থাকা সব নিলামযোগ্য কনটেইনার এই মাসেই তালিকাভুক্ত করে দ্রুত নিলাম করা হবে। এছাড়াও সাবেক এমপিদের নামে আমদানিকররা ৩০টি গাড়ি সরকারি পরিবহন পুলে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মো. আরিফ, এবং বিজিএমইএ’র এএম মাহাবুব চৌধুরী।